মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সাইনবোর্ড তৈরির নামে লাখ লাখ টাকা লুট

অতি দরিদ্রদের কর্মসৃজন প্রকল্প

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে অতি দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসৃজন প্রকল্পের বেশির ভাগ অর্থই লোপাটের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, শুধু ভাউচার বানিয়ে জায়েজ করা হয়েছে লাখ লাখ টাকা। সবচেয়ে বেশি অনিয়মের চিত্র উঠে এসেছে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায়। এখানকার প্রকল্প চেয়ারম্যানরা সাংবাদিকদের জানান, পিআইওরা টাকা ছাড়া কোনো কাগজেই স্বাক্ষর করেন না। সাইনবোর্ড প্রতি তাদের দিতে হয়েছে হাজার টাকা। অভিযোগকারীদের সূত্রে জানা গেছে, অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার সারা দেশে কর্মসৃজন প্রকল্পে ৪০ দিনের কর্মসূচি চালু করে। যার আওতায় লালমনিরহাটের পাঁচটি উপজেলায় দুটি পর্যায়ে মোট ৮০ কর্মদিবসে ছিন্নমূল শ্রমিকরা রাস্তাঘাট, খেলার মাঠ, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাটের কাজ করেন। দৈনিক ২০০ টাকা মজুরিতে সাধারণ শ্রমিকরা এবং ২৫০ টাকা মজুরিতে সরদাররা কাজের সুযোগ পান। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে লালমনিরহাটের পাঁচ উপজেলায় দুই পর্যায়ে ৫৫৮টি প্রকল্পের বিপরীতে ১৪ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। যার মধ্যে আট হাজার ৭৪৭ জন সাধারণ শ্রমিকের মজুরি ১৩ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ও ৫৫৮ জন শ্রমিক সরদারের মজুরি ধরা হয়েছে ১৬ লাখ ২০ হাজার টাকা। এসব প্রকল্পে একটি করে সাইনবোর্ড সাঁটানোর জন্য আলাদাভাবে ৭৭ লাখ ৩৯ হাজার ১৯৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি প্রকল্পের জন্য একটি সাইনবোর্ড সাঁটানো বাধ্যতামূলক। এসব সাইনবোর্ড তৈরির ভাউচারে লালমনিরহাটের পাঁচ উপজেলায় বিস্তর ব্যবধান লক্ষ্য করা গেছে। কাঠের ফ্রেমে প্রতিটি ডিজিটাল সাইনবোর্ড তৈরিতে পাটগ্রাম উপজেলায় খরচ দেখানো হয়েছে ৭০০ টাকা। ওই একই সাইনবোর্ড তৈরিতে সদর ও আদিতমারীতে দুই হাজার ৯৫০ টাকা এবং কালীগঞ্জ উপজেলায় দুই হাজার ৮৫০ টাকার খরচ দেখানো হয়েছে। আর হাতিবান্ধা উপজেলা থেকে এ ব্যাপারে তথ্য দিতে রাজি হয়নি, তবে নিভর্রযোগ্য সূত্র দাবি করেছে, তারাও দুই হাজার ৮৫০ টাকা খরচ দেখিয়েছে প্রতিটি সাইনবোর্ড তৈরিতে। একই জেলায় সাইনবোর্ড তৈরির খরচের এমন ব্যবধান লুটপাটেরই ইঙ্গিত বহন করে বলে ধারণা স্থানীয়দের। নিজেদের অবস্থান পরিষ্কার করতে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইনবোর্ডের আট হাজার ১০০ টাকা ফেরত পাঠালেও অন্য উপজেলার এমন তথ্য নেই।

সর্বশেষ খবর