মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
রোহিঙ্গা ইস্যু

সহিংসতা বন্ধ ও নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান জাতিগত সহিংসতা বন্ধ এবং দ্রুততম সময়ে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় গতকাল বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এ সময় তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। শাস্তির দাবি করা হয় অং সান সু চির। প্রতিনিধিদের পাঠানো খবর— শাহজালাল বিশ্ববিদ্যালয় : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক সমিতি। সমাবেশে ড. সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। উপাচার্য তার বক্তব্যে বলেন, রোহিঙ্গারাদের ওপর যে অত্যাচার করা হচ্ছে, একজন সুস্থ মানুষের পক্ষে তা সমর্থন করা সম্ভব নয়। এটার অবশ্যই অতি দ্রত কূটনৈতিক সমাধান হওয়া প্রয়োজন। গাজীপুর : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) পরিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বৌদ্ধ ধর্মে বলা হয়- জীব হত্যা মহাপাপ। অথচ মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর অবর্ণনীয় অত্যাচার-নির্যাতন করছে। এছাড়া নড়াইলে ইমাম পরিষদ, দিনাজপুরে এনজিও ফেডারেশন, মাদারীপুরে চরমুগরিয়া মহাবিদ্যালয় এবং কুড়িগ্রামের ফুলবাড়ী বাজারে সর্বস্তরের জনগণ মানববন্ধন করেন। এসময় বক্তারা অং সান সু চির প্রতি নিন্দা ও ধিক্কার জানিয়ে রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় বিশেষ মোনাজাত করেন।

সর্বশেষ খবর