মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

গুলিবিদ্ধ রোহিঙ্গাদের অস্ত্রোপচার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর হাসপাতালে ২৫ মুমূর্ষু রোহিঙ্গা রোগীর সার্জিক্যাল অপারেশন শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের শীর্ষ নেতারা সার্বিক বিষয়টি মনিটরিং করছেন।  স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, মহাসচিব আবদুল আজিজ ও সংগঠনের নেতা ডা. কাজল কুমার কর্মকার, ডা. আশরাফুল হক সিয়াম সার্বিক বিষয় মনিটরিং করছেন। ঢাকা পঙ্গু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. আবদুল গনি, অধ্যাপক ডা. মোনায়েম বাদল, ডা. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ওয়াহেদুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের টিম সার্জিক্যাল অপারেশনে অংশ নেন। গতকাল প্রথম দিনে ১৫ জন গুলিবিদ্ধ, হাত ভাঙ্গা ও পঙ্গু রোহিঙ্গার সার্জিক্যাল অপারেশন করা হয়। আজ বাকি ১০ জনের অপারেশন করা হবে। ডা. আশরাফুল হক সিয়াম জানান, কক্সাবাজার সদর হাসপাতালে একসঙ্গে এত রোগীর অপারেশন করার মতো চিকিৎসক ও সরঞ্জাম না থাকায় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আমরা ঢাকা থেকে এসে অপারেশন শুরু করেছি।

সর্বশেষ খবর