বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুট ২৭ গাড়ি ভাঙচুর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ সময় হামলাকারীরা পর্যটন মোটেল ও অনন্যা মেডিসিন হাউসসহ ছয়টি প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে। এ সময় সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামলার ঘটনায় মঙ্গলবার সকালে মামলা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিববুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় পর্যটন করপোরেশনের মোটেল অভ্যন্তরের অন্তত ২৭টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায়  সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা মুখার্জী, যুবলীগ নেতা                 কাউন্সিলর সাগর মোল্লা, ভ্যানচালক হানিফ গাজী এবং কয়েকজন আহত হন। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছে। মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সবুজ নামের এক যুবককে রাতেই গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর