বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

হবিগঞ্জে এক পরিবারের চারজনের মৃত্যুদণ্ড

কৃষক ফুল মিয়া হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কৃষক ফুল মিয়া হত্যা মামলায় তিন সহোদরসহ এক পরিবারের চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার শিরিকান্দি গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে আরজু মিয়া, রফিকুল ইসলাম, তৈয়ব আলী এবং তৈয়বের ছেলে সফর উদ্দিন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৫ অক্টোবর তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশী ফুল মিয়াকে আসামিরা তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সেখানে তাকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশের একটি বেগুন খেতে ফেলে রাখে। এ ঘটনায় নিহত ফুল মিয়ার বড় ভাই আবদুল মন্নান বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় ২০ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে আসামি পক্ষ।

সর্বশেষ খবর