শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

খসে পড়ল হাসপাতালের ছাদের আস্তর, আতঙ্ক

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের সদর হাসপাতাল ভবনের নিচতলার ছাদের কমপক্ষে পাঁচ স্থানে বড় বড় অংশ নিয়ে আস্তর খসে পড়েছে। বুধবার রাত ১১টায় দুই স্থানে ও বৃহস্পতিবার  সকালে আরও তিন স্থানের আস্তর খসে পড়ে। বিকট শব্দে এ ধসের ঘটনায় ডাক্তার, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকে দৌড়ে হাসপাতাল থেকে বেড়িয়ে আসেন। তবে ধসের সময় নিচতলার আউটডোরো চিসিৎসক ও রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আবারও ধসের আশঙ্কায় ভয়ে চিকিৎসকদের অনেকে তাদের বসার কক্ষে ঢুকছেন না। ফলে চিকিৎসা নিতে এসে বেকায়দায় পড়েছেন অনেক রোগী ও রোগীর স্বজন। ভর্তিকৃত রোগীদেরও চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাচ্ছেন স্বজনরা। দ্রুত হাসপাতাল ভবনটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কর্তব্যরত চিকিৎসকসহ রোগী ও এলাকাবাসীর। একই দাবি করেছেন হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মোহাম্মদ আব্দুল্লাহও।

সর্বশেষ খবর