শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘অনেক প্রকৌশলীর ১০ বছর পর কাজ থাকবে না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ইনস্টিটিউশন অব ডিপোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদ বলেছেন, ‘আমরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে খুব দ্রুত লক্ষ্যে পৌঁছতে পারবো। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রযুক্তির আধুনিকতার কারণে আগামী ১০ বছর পরে অনেক প্রকৌশলীর চাকরি থাকলেও কাজ থাকবে না। আগামী দিনের কথা চিন্তা করে আমাদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’ বুধবার সন্ধ্যায় ফতুল্লার সস্তাপুরের ইটালিয়ান রেস্তোরাঁয় অনুষ্ঠিত আইডিইবি নারায়ণগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মীর মো. জুবায়ের হাসানের সভাপতিত্বে ও মীর কায়সার রিজভীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফজলুর রহমান, রেহান মিয়া, কামরুজ্জামান নয়ন, মো. দস্তগীর, দেওয়ান মো. ইলিয়াস। বক্তৃতা করেন কাজী রাশেদুল ইসলাম, আব্দুস সামাদ, কামরুল হাসান বাদল প্রমুখ।

সভায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল লতিফ মিয়া, চাকরি সম্পাদক পদে সামাদ আাাজাদকে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়। বদলিজনিত      কারণে ওই তিনটি পদ শূন্য ছিল।

সর্বশেষ খবর