শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডিএনডিতে ডুইব্বা মরার অপেক্ষায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিএনডিতে ডুইব্বা মরার অপেক্ষায়

ডিএনডি বাঁধের ভিতর পানিবন্দী একটি বাড়ি —বাংলাদেশ প্রতিদিন

‘আমরা ডুইব্বা যাওনের অপেক্ষায় আছি। ৬ মাস হইল পানির সঙ্গে আমাদের বসবাস। কখনো পেট, কখনো কোমর আবার কখনো হাঁটু পানি।  খুব ভালো অবস্থা হইলে টাকনু পর্যন্ত ডুইব্বা থাকি। এবার আর বাঁচন নাই। পেট পানি ছুঁই ছুঁই। ঘরের ভিতর পেট সমান পানি। সেচ দিয়ে লাভ নাই আর। তাই শুধু অপেক্ষা। ডুইবা মরমু কহন। কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ ডিএনডির ভিতরের ফতুল্লা ইসদাইর কাপুড়াপট্টি এলাকার বাসিন্দা ছালেহা খানম।’ গতকাল শুক্রবার বিকালে ডিএনডি এলাকার পরিদর্শনে গিয়ে কথা হয় তার সঙ্গে। পরিদর্শনে দিয়ে দেখা যায় কোথাও মাটি বা রাস্তার অস্তিত্ব নেই। এদিকে সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের প্রচেষ্টায় আনীত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতা দূরীকরণ এবং উন্নয়নের জন্য নেওয়া ৫৫৮ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ আগামী নভেম্বরে শুরু হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। চলতি সপ্তাহের মধ্যে সেনাবাহিনী কাজ বুঝে নিতে পারে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়নে দুই বছর লাগবে।  শামীম ওসমান জানান, ‘এ কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পানিসম্পদ মন্ত্রণালয়। ডিএনডির লাখো মানুষের দুর্ভোগের কথা শুনে প্রধানমন্ত্রী একনেকের মিটিংয়ে এজেন্ডা না থাকা সত্ত্বেও ডিএনডির ওই বিশাল বাজেট বরাদ্দ দিয়েছেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দুই বছর আগে দুপুরের খাবার না খেয়ে জনগণের দুর্ভোগ দেখার জন্য ডিএনডি এলাকায় ছুটে এসেছিলেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর