শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক

মাদারীপুর প্রতিনিধি

কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক

কাঁঠালবাড়ী ঘাটে পণ্যবাহী ট্রাক —বাংলাদেশ প্রতিদিন

গত দুই দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে দুর্ভোগ দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ফেরি ঘাটে। গত কয়েকদিন ধরে ঘাটে আটকে থেকে বৈরী আবহাওয়ার মধ্যে দুর্ভোগে পড়েছে পণ্যবাহী পরিবহনের চালকেরা। বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল কিছুটা ব্যাহত হওয়ায় এবং পূজার ছুটিতে যাত্রীদের ভিড় থাকায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, ‘পূজার ছুটি শুরু হওয়ার আগেই মংলা পোর্ট থেকে একযোগে অধিক পরিমাণ পণ্যবাহী ট্রাক ঢাকা যাওয়ার উদ্দেশে কাঁঠালবাড়ী ঘাটে আসে। এদিকে আবার কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে ফেরিতে পরিবহন উঠা-নামায় একটু সময় লাগায় ঘাট এলাকায় জমে গেছে অসংখ্য পণ্যবাহী ট্রাক। এ ছাড়াও যাত্রীবাহী বাস ও ছোট গাড়িগুলোকে পূজার ছুটিতে অগ্রাধিকারের ভিত্তিতে পার করায় ঘাট এলাকায় পরিবহনের এই জট সৃষ্টি হয়েছে।’ তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পণ্যবাহী সব ট্রাক পারাপার করা সম্ভব হবে বলে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের একাধিক কর্মকর্তা জানান। খুলনা থেকে ছেড়ে আসা এক ট্রাক চালক জানান, ‘তিন দিন ধরে ঘাটের টার্মিনালে আটকে থেকেও ফেরিতে গাড়ি উঠানো সম্ভব হয়নি। ঘাটে গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছেই।’ বর্তমানে কাঁঠালবাড়ী শিমুলিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। তবে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় ফেরি পারাপারে সময় কিছুটা বেশি ব্যয় হচ্ছে বলে জানা গেছে। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া বলেন, ‘বৈরী আবহাওয়ায়  ফেরি চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলেই দুই দিনের মধ্যেই সব ট্রাক পার করা সম্ভব হবে।

সর্বশেষ খবর