শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্ট্যান্ড রিলিজের ২২ দিন পর আদেশ স্থগিত

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা আবুবকর সিদ্দিককে একদল শিক্ষকের অভিযোগের ভিত্তিতে গত ৩০ আগস্ট খাগড়াছড়ির মানিকছড়ির উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়। এর ২২ দিন পর ওই কর্মস্থলে যোগদানের আগেই বদলির আদেশটি স্থগিত হয়ে যায়। বদলি ও বদলি স্থগিতের আদেশ দেন সংশ্লিষ্ট অধিদফতরের উপ-পরিচালক মো. বাহারুল ইসলাম।

তথ্যমন্ত্রী ও শিরিন সুলতানা এমপির সুপারিশে বদলি হওয়া ওই শিক্ষা কর্মকর্তার বদলির আদেশ স্থগিত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক জানিয়েছেন দুটি আদেশই পেয়েছি। সর্বশেষ আদেশটি মান্য করাই আমার দায়িত্ব। শিক্ষা কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক জানিয়েছেন— তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি আরও বলেন আমার চাকরি শেষের দিকে। মানবিক কারণ দেখিয়ে আবেদন করলে কর্তৃপক্ষ বদলি রহিত করেছেন। উপজেলা চেয়ারম্যান আমিনুল               ইসলাম বাদশা জানিয়েছে দুপক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগ আছে বিষয়টি মীমাংসার পর্যায়ে রয়েছে।

সর্বশেষ খবর