শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রণদা প্রসাদ সাহার মণ্ডপে দেশি-বিদেশি অতিথির ঢল

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে দিনভর বৃষ্টি উপেক্ষা করে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপে দেশি-বিদেশি হাজারো অতিথির ঢল নামে। শুক্রবার বিকালে মহানবমীর দিনে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে আসেন নরওয়ে রাষ্ট্রদূত এইচ হি মিস সাইডেসেল বিলকেন। ভারতীয় হাই কমিশনের ৪০ সদস্যের প্রতিনিধি দল, মানবাধিকার কর্মী ও সাবেক উপদেষ্টা সুলতানা কামালসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি। বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত এইচ হি মিস সাইডেসেল বিলকেন কুমুদিনী কল্যাণ সংস্থার প্রধান ফটকে পৌঁছলে তাকে স্বাগত জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় সংস্থার শ্রীমতি সাহা, প্রতিভা মুত্সুদ্দি প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনের ভিসা প্রসেসিং সেকশনের  কর্মকর্তা দিব্বাঞ্জলীর নেতৃত্বে ৪০ সদস্যের প্রতিনিধি দল পূজামণ্ডপ পরিদর্শনে আসলে তাদেরও স্বাগত জানান, রাজীব প্রসাদ সাহা। সন্ধ্যার কিছুটা আগে কুমুদিনীতে আসেন মানবাধিকার কর্মী ও সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।

সর্বশেষ খবর