রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ইলিশ সংরক্ষণ অভিযান

ভোলা প্রতিনিধি

প্রতি বছরের মতো এবারও ১ আগস্ট মধ্যরাত থেকে ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশ ধরা, সরবরাহ, মজুদ, পরিবহন ও বিপণনের ওপর সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। জেলেরা জানান, প্রতি বছরই ইলিশের প্রজনন মৌসুমে তারা সরকারের অভিযান মেনে নদীতে মাছ ধরতে যান না। তারপরও অনেক জেলে গোপনে নিষেধাজ্ঞা অমান্য করে কিংবা প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে নদীতে মাছ ধরতে নামে। স্থানীয় প্রশাসন কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয় আবার কাউকে দেখেও না দেখার ভান করে বলে অভিযোগ করেছেন অনেক জেলে। ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, নিষেধাজ্ঞাকালীন কেউ যাতে নদীতে ইলিশ শিকার না করে সে জন্য স্থানীয় প্রশাসনসহ মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সমন্বিতভাবে কাজ করছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটানেন্ট কমান্ডার ডিকস চৌধুরী জানান, অভিযান বাস্তবায়নের জন্য নদীতে টহল জোরদারের পাশাপাশি অতিরিক্ত ফোর্স নিয়োগ করা হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর