মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কুমিল্লায় সাতজনসহ বিভিন্ন স্থানে নিহত ১৭

সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় সাতজনসহ বিভিন্ন স্থানে নিহত ১৭

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-ছেলেসহ সাতজনের মৃত্যু হয়েছে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, গাজীপুরের শ্রীপুর ও ঝালকাঠীতে সড়কে প্রাণ গেছে আরও ১০ জনের। গত দুইদিনে এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরিতলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মা-ছেলেসহ সাতজন নিহত হয়েছেন। রবিবার দুপুরের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন— গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনার মানিক মিয়ার স্ত্রী পিংকি (২৫), তার দেড় বছরের ছেলে মিনহাজ, কুমিল্লা দেবিদ্বার উপজেলার খলিলপুরের বিরামউদ্দিনের ছেলে গোলাপ (৬০), তার স্ত্রী আনোয়ারা (৫৫), একই উপজেলার বাঙ্গুরী গ্রামের শাবির বক্সের ছেলে তৌহিদুল ইসলাম (৩৮), কুমিল্লা আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে জসিম উদ্দিন (৩৫) ও চান্দিনার বামনিখোলার শাহজাহানের ছেলে সুজন (২২)।

পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি নূরিতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। বাসযাত্রী জাহানারা জানান, কমবয়সী চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। বাসটি এর আগে চান্দিনা সদরে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। যাত্রীরা অনেকবার তাকে কম গতিতে চালাতে অনুরোধ করেছিল। রংপুর : মিঠাপুকুর উপজেলায় পিকআপ-ট্রক সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। উপজেলার জায়গীরহাট বাসস্ট্যান্ডে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বগুড়া শেরপুর উপজেলার বিরইল গ্রামের সোনা উদ্দিনের মেয়ে মনোয়ারা (৪০), মোকসেদ আলীর ছেলে মজনু (৩৫) ও আক্কাস আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৬০)। দিনাজপুর : যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। দিনাজপুর সদর উপজেলা পরিষদের সামনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সদর উপজেলার মেডিকেল মোড়ের সমেদ মাত্বরের ছেলে ইজিবাইকচালক মান্দার আলী (৪৫) ও যাত্রী সুবরা গ্রামের আসির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৩৫)। রাজশাহী : গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ফরহাদ আলী (২৬) নামে এক যুবকের। ফরহাদ রাজশাহী মহানগরীর উপ-ভদ্রা এলাকার হাসান আলীর ছেলে। এছাড়া চুয়াডাঙ্গার জীবননগর-হাসাদহ সড়কের বৈদ্যনাথপুরে গতকাল ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষ শুকতারা (১০) নামে এক মাদ্রাসাছাত্রী, গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারচাপায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধ (৬৫), কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাক্টরচাপায় মাহফুজ আলম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী ও ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে এক মাহিন্দ্রচালকের মৃত্যু হয়েছে।

 

সর্বশেষ খবর