মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বজ্রপাতে সাতজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

রাজশাহী, বগুড়া, ফরিদপুর ও পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিনে বজ্রপাতে তিন জেলেসহ সাতজনের প্রাণহানি ঘটেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

রাজশাহী : বাগমারায় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিলসুতি বিলে রবিবার এ ঘটনা ঘটে। নিহত জেলেরা হলেন— বড়বিহানালী গ্রামের বশির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫০), আবদুল খালেকের ছেলে খুরশেদ আলম (৩৮) ও সেকেন্দার আলীর ছেলে জালাল উদ্দিন (৪০)। ঘটনার সময় হতাহতরা দুটি নৌকায় মাছ ধরছিলেন। বগুড়া : সারিয়াকান্দিতে যমুনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে যুবক ইমরান হোসেনের মৃত্যু হয়েছে। সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। ইমরান ওই এলাকার মুন্নাফের ছেলে। ফরিদপুর : বজ্রাঘাতে ফিরোজা বেগম (৩৮) নামে এক গৃহবধূর প্রাণহানি ঘটেছে। ফরিদপুর সদরের গুলজার মণ্ডলের ডাঙ্গি গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। ফিরোজা ওই গ্রামের রেজাউলের স্ত্রী। কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় বজ্রাঘাতে রফিকুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ নান্দাইলের আবেদ আলীর ছেলে। রবিবার সকালে রফিকুল পাকুন্দিয়ার চরটেকি গ্রামের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ পাত তিনি মারা যান। পটুয়াখালী : কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে নোঙর করে রাখা বালুর কার্গোতে রবিবার সকালে বজ্রপাতে খোকন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খোকনের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার ধরান্দী  গ্রামে।

 

সর্বশেষ খবর