মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

হাতীবান্ধায় বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

লালমনিরহাট প্রতিনিধি

জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারিতে রবিবার রাতে বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেএ সব গ্রামের শতাধিক পরিবার। এদেকে তিস্তার ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা, রাস্তাঘাটসহ অর্ধশতাধিক ঘরবাড়ি।

জানা যায়, গত চারদিনে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে লালমনিরহাটের সব নদ-নদীর পানি বৃদ্ধি পায়। তিস্তার পানির তোড়ে ভেঙে যায় সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে ওই এলাকার পাঁচ গ্রামে।

বঙ্গবন্ধু সেতু রক্ষাবাঁধে ধস : টাঙ্গাইল প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতু রক্ষাবাঁধের পূর্বপাড়ে গড়িলাবাড়ি অংশে মূল গাইড ও গাইড বাঁধের বাহিরের অংশে ভাঙন শুরু হয়েছে। গরিলাবাড়ি অংশের এই বাঁধটি ভেঙে গেলে সাত গ্রাম যমুনার গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বাঁধের থাকা ২০টি বাড়ি নদীতে চলে গেছে। অনেকেই বাড়িঘর সরানোর সময়ও পাচ্ছেন না। কবলিত এলাকার মানুষ অন্যত্র সরে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বাঁধের কোল ঘেঁষে বালু উত্তোলনের ফলে নিচের অংশের মাটি সরে যাওয়ায় এ ধস দেখা দিয়েছে। সেতু কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবে আজ বাঁধটির এ অবস্থা।

 

সর্বশেষ খবর