মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নড়াইলে আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর লুট

নড়াইল প্রতিনিধি

নড়াইলে চাকই গ্রামে পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা-কর্মীদের তিনটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার চেয়ে সোমবার দুপুরে সদর উপজেলার চাকই বাজারে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের নারী ও শিশুরা। এদিকে, পুলিশ ক্ষতিগ্রস্তদের বাড়ি থেকে তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। 

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান, রবিবার দুপুরে নড়াইলের সীমানবর্তী যশোরের অভয়নগর উপজেলার নিমতলা এলাকায় মির্জাপুর গ্রামের জুয়েল শেখকে দুর্বৃত্তরা মারধর করে। জুয়েল নড়াইলের বিছালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনিসুল ইসলামের সমর্থক। ভুক্তভোগীদের অভিযোগ জুয়েলকে মারধরের ঘটনায় রবিবার বিকালে অতর্কিতভাবে পুলিশ এসে তাদের বাড়িঘরে ভাঙচুর চালায়। বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাকই গ্রামের ইদ্রিস শেখের স্ত্রী শাহিনা বেগম বলেন, ১০ থেকে ১২ জন পুলিশ এসে আমাদের ঘরে ঢুকে ভাঙচুর শুরু করে। ঘরের চেয়ার, বাক্স, ফ্যান, হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায়। আমাদের বাড়ির একটিসহ তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে পুলিশ। এরপর থেকে পুলিশের ভয়ে পুরুষেরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ইদ্রিস শেখের মেয়ে দশম শ্রেণির  শিক্ষার্থী স্বর্ণালী অভিযোগ করে বলেন, বিছালী পুলিশ ক্যাম্পের এসআই খায়রুলের নেতৃত্বে আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

সর্বশেষ খবর