মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতি মামলায় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল সকালে তিনি যশোরের স্পেশাল জেলা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।

গত ২৬ সেপ্টেম্বর নড়াইলের রূপগঞ্জ পশুহাট ইজারা সংক্রান্ত দুর্নীতি মামলায় স্পেশাল জেলা জজ আদালত সোহরাব হোসেনসহ সাত আসামির প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও আত্মসাত্কৃত টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন-নড়াইল পৌরসভার বর্তমান মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, তৎকালীন কমিশনার শরফুল আলম লিটু, মুশফিকুর রহমান, আহম্মদ আলী খান, রফিকুল ইসলাম ও তেলায়েত হোসেন। এদিন দণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া এ মামলার অপর আসামিদের ওইদিনই কারাগারে পাঠানোর নির্দেশ  দেন আদালত।

সর্বশেষ খবর