বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

৩০ জেলেকে আটক জেল-জরিমানা

প্রতিদিন ডেস্ক

নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ শিকারের দায়ে গতকাল ২৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মা ইলিশ এতিম ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। বরিশালে ৫ জেলেকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযানে ১৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ কেজি ডিমওয়ালা মা ইলিশ উদ্ধার করা হয়। মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে ২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড এবং দুজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোলায় মাছ শিকারের দায়ে ৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯ জেলেকে জরিমানা করা হয়েছে। এছাড়া ১০ হাজার মিটার কারেন্ট জালসহ প্রায় ২ মণ মা-ইলিশ জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জের মেঘনায় ৭৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে পুলিশ। ৬০ কেজি ইলিশ ও ৪  জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ও সোমবার রাতে পৃথকভাবে এসব অভিযান চলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর