বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীতে কিছু অসাধু লোক বাঁশের বেড়া দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ শিকার করছে। এতে বিপাকে পড়েন খেটে খাওয়া জেলেরা। বাঁশের বেড়ার সঙ্গে ফেলা হয় সুতি জাল। নদীর প্রায় দুই কিলোমিটারের মধ্যে এভাবে পাঁচটি বেড়া দেওয়ায় নৌকা চলাচল চলে বিঘ্ন ঘটে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে গত সোম ও মঙ্গলবার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবাগাড়ী বাজার সংলগ্ন আত্রাই নদীতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় পাঁচটি সুতিজালসহ বেড়া উচ্ছেদ ও একটি জাল জব্দ করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) গণপতিরায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল হালিম প্রমুখ। ইউএনও বলেন, ‘নদীতে বেড়া দিয়ে কোনো ধরনের মাছ শিকার করা যাবে না। কতিপয় অসাধু ব্যক্তি আছেন যারা আবার এভাবে মাছ শিকারের চেষ্টা করবে। যতদিন বেড়া ও সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধ না হচ্ছে ততদিন এ অভিযান চলবে।

সর্বশেষ খবর