বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বৈদ্যুতিক খুঁটি স্থাপনে কোটি টাকার ঘুষবাণিজ্য

ঝালকাঠি প্রতিনিধি

কাঁঠালিয়া উপজেলায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বিদ্যুতের খুঁটি স্থাপনে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোটি টাকা ঘুষবাণিজ্যের অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী এলাকাবাসী এর প্রতিকার চেয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বরিশাল ওজোপাডিকো দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কাঠালিয়ার হেতালবুনিয়া, মশাবুনিয়া, বিনাপানি, বলতলা, লতাবুনিয়া, কচুয়া, কৈখালী, আউরা, চিংড়াখালী, আমুয়াসহ ৩৫টি গ্রামে বিদ্যুতের নতুন লাইনের ৭৫০টি খুঁটি স্থাপনের কাজ পায় খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফারুক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। বরিশাল ওজোপাডিকোর এসপিডিএসপি প্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়নের কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার কাজটি নিজে না করে চারজন সাব-ঠিকাদার দিয়ে কাজটি করাচ্ছেন। সাব-ঠিকাদাররা কাঁঠালিয়া বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে খুঁটিপ্রতি ১০-১২ হাজার টাকা উেকাচের বিনিময়ে বরাদ্দ না পাওয়া (ড্রইং ছাড়া) স্থানে পুল বসিয়ে ও মিটার সংযোগ দিচ্ছেন। ঠিকাদারী প্রতিষ্ঠান ফারুক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারুক আহম্মেদ মীরবহর অর্থবাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ খবর