বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গণধর্ষণের পর হত্যা তিনজনের ফাঁসি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে এক নারীকে গণধর্ষণ ও হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম রাব্বানী গতকাল এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন— সুলতান মিয়া ওরফে জামাই সুলতান, শফিকুল ইসলাম শরীফ ও ওসমান গণি। সুলতান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুরের হোসেন আলীর, শফিকুল ইসলাম একই উপজেলার মধ্যপানান গ্রামের আলী হোসেনের ও ওসমান গণি নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগরের আ. মোতালিবের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি তৎকালীন শিবপুর থানার এসআই মিজানুর রহমান কলাগাছিয়া নদীর তীর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে। দীর্ঘ তদন্তের পর আসামিদের গ্রেফতার করে তাদের স্বীকারোক্তিতে নিহতের পরিচয় উদঘাটন করেন। নিহত মাহমুদা ময়মনসিংহের নান্দাইল থানার কিসমত আহমদাবাদ গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।

সর্বশেষ খবর