বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম শয়ানে কমরেড জসিম উদ্দিন

পাবনা প্রতিনিধি

বিপুল মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে অন্তিম শয়ানে শায়িত হয়েছেন ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক সিপিবি নেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডল। গতকাল সকাল সাড়ে ১০ টায় পাবনার ঈশ্বরদী ঈদগাঁহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ঢাকা ও জন্মস্থান কুষ্টিয়ার দৌলতপুরে জানাজা শেষে সকালে ঈশ্বরদীর নিজ গৃহে পৌঁছায় অগ্নিযুগের বিপ্লবী পুরুষ কমরেড জসিম উদ্দিন মণ্ডলের মরদেহ। সর্বজন শ্রদ্ধেয় এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাঁহে ভিড় করেন বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার রাজনৈতিক সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। ফুলে ফুলে ভরে ওঠে মরদেহ। পাবনা জেলা প্রশাসন মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে দেয় গার্ড অব অনার। বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা অনলবর্ষী বক্তা কমরেড জসিম উদ্দিন মণ্ডল ২ অক্টোবর ঢাকার একটা হাসপাতালে প্রয়াত হন। তার প্রয়াণে সিপিবিসহ কমিউনিস্ট ও বামপন্থী রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন।

 

সর্বশেষ খবর