বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

৪৬ জেলের জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার

প্রতিদিন ডেস্ক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরা এবং বিক্রির দায়ে দেশের বিভিন্ন এলাকায় ৪৬ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মা ইলিশ, কারেন্ট জাল এবং মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত এই অভিযান চলে। প্রতিনিধিদের পাঠানো খবর— ভোলা : ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় ১৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ২৩ হাজার মিটার কারেন্ট জাল, ২ মণ মা ইলিশসহ পাঁচটি ট্রলার জব্দ করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন। পাবনা : সুজানগরের পদ্মা নদী থেকে আটক ১৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও আরিফুজ্জামান। অভিযানকালে প্রায় ১০ মণ মা ইলিশ, ৩টি নৌকা ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। ফরিদপুর : সদরপুর ও চরভদ্রাসনের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮০ কেজি ইলিশ মাছ, ২৩ হাজার মিটার কারেন্ট জালসহ ৬ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আটকদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। এদিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর বাজারে ইলিশ মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী শরিফুল ইসলাম (৩৫)কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কমলনগর (লক্ষ্মীপুর) : দুই জেলেকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আজগর আলী এই আদেশ দেন। শরণখোলা (বাগেরহাট) : শরণখোলায় নদীতে জাল পাতার দায়ে চার জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালকিনি (মাদারীপুর) : কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদফতর।

সর্বশেষ খবর