শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা ইস্যুতে সরকার প্রশংসিত হয়েছে

ইসলামী আন্দোলন

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটি গতকাল সংবাদ সম্মেলন করেছে। কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন কমিটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ লিখিত বক্তব্যে বলেন, ‘সেনাবাহিনী ত্রাণ কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে।

সেনাবাহিনীর পাশাপাশি যারা সুশৃঙ্খলভাবে ত্রাণ দিয়েছে তাদের এ কার্যক্রমে সম্পৃক্ত করা উচিত। সমন্বিতভাবে ত্রাণ বিতরণ সম্ভব হলে কার্যক্রমে গতি আসবে।’ তিনি আরও বলেন, মিয়ানমারে নির্যাতিত-নিপীড়িত অসহায় মানুষকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা বিশ্ব দরবারে ব্যাপক প্রশংসিত হয়েছে।’ সংবাদ সম্মেলনে সরকারের প্রতি পাঁচটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এগুলো হল—অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন, নির্বাসন, হত্যা বন্ধে কূটনৈতিক তত্পরতা জোরদার, রোহিঙ্গা সংকট স্থায়ী সমাধানের লক্ষ্যে সব মুসলিম রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, প্রতিটি ক্যাম্পে চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিবন্ধন কার্যক্রম দ্রুত সম্পাদন ও দৃষ্টিভঙ্গির মানোন্নয়নে সচেতনতামূলক প্রকল্প চালু করা।

সর্বশেষ খবর