শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ভোলায় থেমে নেই মা-ইলিশ নিধন

ভোলা প্রতিনিধি

ভোলায় থেম নেই মা-ইলিশ নিধন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা তেঁতুলিয়া নদীতে মা-ইলিশ নিধন চলছে। গোপন বাণিজ্যে মেতে উঠেছে একশ্রেণির অসাধু লোক। অপর দিকে আইনশৃঙ্খলা বাহিনীও বসে নেই। গত ছয়দিনে জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক জেলেকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে অন্তত ২০টি মাছ ধরার ট্রলারসহ প্রায় ২ লাখ মিটার জাল এবং ৭১ মণ মা-ইলিশ। বিশাল নদী এলাকায় পাহারা দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত জনবল ও নৌ-যান না থাকার সুযোগে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অসাধু জেলেরা নদীতে নামছে মাছ ধরতে। তবে জেলেরা জানান, সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু তাদের খাবারের ব্যবস্থা করেনি। মাছ ধরা বন্ধ থাকায় অনেক জেলে পরিবারে দু’বেলা দু’মুঠো খাবার জুটছে না। তাই অসহায় জেলেরা নিরুপায় হয়ে চুরি করে মাছ ধরছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফ. কমান্ডার ডিকসন চৌধুরী জানান, গতকাল তারা ৪০ কেজি ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জালসহ ৯ জেলেকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে জেল এবং চারজনের জরিমানা করেছেন। এ ছাড়া মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে তিন জেলেকে আটক করে জেল দেওয়া হয়েছে। জেলা মত্স্য কর্মকর্তা রেজাউল করিম জানান, মা ইলিশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ১১০টি অভিযান পরিচালনা করা হয়েছে। ৫৩টি মোবাইল কোর্টে ৬৯ জনের জেল এবং ১ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পুড়িয়ে ফেলা হয়েছে ২ লাখ ২১ হাটার ৪০০ মিটার জাল। আগামী ২২ আক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর