রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ, ভোগান্তি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে বহু বছরের পুরনো একটি রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে জনৈক রমজান ইউএনও এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছরের ওই রাস্তাটি মুলাইদ এলাকার শতাধিক পরিবার ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ব্যবহার করে আসছেন। সড়কটি মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার ওয়াকফ সম্পত্তিও। কয়েক দিন ধরে গুরুত্বপূর্ণ এ রাস্তার বেশিরভাগ বন্ধ করে দিয়ে সেখানে স্থানীয় জহিরুল ইসলাম বহুতল ও ইসলাম উদ্দিন ইছু টিনশেড বাড়ি নির্মাণ করছেন। এর আগে জনৈক আলম রাস্তাটির কিছু অংশ দখল করে বাড়ি বানান। ফলে ছয় ফুট প্রশস্তের সড়কটি সরু হয়ে এখন দুই ফুটে পরিণত হয়েছে। এলাকাবাসী রাস্তাটি দখলের প্রতিবাদ করলেও কাজ হয়নি। অভিযুক্ত ইসলাম উদ্দিন ইছু বলেন— ‘রাস্তা দখল করে নয়, আমি আমার নিজের জায়গায় বাড়ি নির্মাণ করছি।’ অপর অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন, ‘জমিটি আমার নিজের। তিন ফুট রাস্তা রেখেই বাড়ি নির্মাণ করছি।’ অভিযোগকারী রমজান আলীর ভাষ্য, রাস্তাটি সরু হয়ে এখন পায়ে হাঁটার অবস্থাও নেই। এলাকার শিক্ষার্থীরা রাস্তাটি উদ্ধারে প্রশাসন ও ইউনিয়ন পরিষদের হস্তক্ষেপ কামনা করছে। ইউপি সদস্য মোবারক হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে রাস্তাটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর