রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ছয়জনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাগড়াছড়িতে মা-ছেলেসহ তিনজনের প্রাণ গেছে। এ ছাড়া গাজীপুরের শ্রীপুর ও চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন আরও তিনজন। প্রতিনিধিদের পাঠানো খবর— খাগড়াছড়ি : দীঘিনালা উপজেলার বেতছড়ি বিভূতি রঞ্জন পাড়ায় দীঘিনালা শুক্রবার দিবাগত রাতে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান জ্যোতি রঞ্জন চাকমার স্ত্রী কালা মিনা চাকমা ও ছেলে সত্য জীবন চাকমা। এ সময় জ্যোতি রঞ্জন চাকমা, তার মেয়ে এন্টি চাকমা ও মন্টি চাকমা আহত হন। এদিকে গতকাল বেলা ১১টায় মহালছড়ি উপজেলার কুমিল্লাটিলা এলাকায় ডিস সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান জসিম উদ্দিন নামে এক বিএনপি নেতা। তাকে উদ্ধার করতে গিয়ে আলম নামে একজন আহত হয়েছে। তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহত কালা মিনার স্বজন আলো বিকাশ চাকমা জানান, শুক্রবার রাতে বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে একটি তাঁর ছিড়ে উঠানে পড়ে। বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানোর পরও তারা ব্যবস্থা না নেওয়ায় ভয়ে বাড়ি থেকে বের হয়ে আসার সময় উঠানে স্পৃষ্ট হন পাঁচজন। দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর : শ্রীপুর উপজেলার বাউনী গ্রামে শিয়াল মারার ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে ব্যবসায়ী আব্দুস ছালামের (৫০) মৃত্যু হয়েছে। ছালাম স্থানীয় লেহাজ উদ্দিনের ছেলে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। একই উপজেলায় শুক্রবার রাতে বজ পাতের সময় টেলিভিশনের লাইন বিদ্যুতায়িত হয়। পরে কৃষক কাওসার (৩৫) টেলিভিশনের জ্যাক খুলতে গিয়ে বিদ্যুত্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। কাওসার শ্রীপুরের মাওনা গ্রামের চাঁন মিয়ার ছেলে। চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাটে গতকাল রয়েল (২০) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। রয়েল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের আব্দুস শুকুরের ছেলে।

 

সর্বশেষ খবর