রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাঞ্ছারামপুর হবে শিক্ষানগরী

— ক্যাপ্টেন তাজ (অব.)

বাঞ্ছারামপুর প্রতিনিধি

বাঞ্ছারামপুর হবে শিক্ষানগরী

দেশবাসীর কাছে বাঞ্ছারামপুর উপজেলা পরিচিত হবে শিক্ষানগরী হিসেবে। তৃতীয় মেঘনা সেতুর কাজ শেষ হলে মাত্র ১ ঘণ্টায় রাজধানী থেকে বাঞ্ছারামপুরে আসা-যাওয়া করা যাবে। এছাড়া বাঞ্ছারামপুরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইনজিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হবে। বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির আয়োজনে গতকাল উপজেলার ক্যাপ্টেন তাজ অডিটোরিয়ামে সহস্রাধিক শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) এমপি এসব কথা বলা বলেন। কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও শরিফুল ইসলাম, প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, সাইদ আহমেদ বাবু, মেহেদী হাসান পলাশ, অ্যাডভোকেট রফিক শিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর, প্রকৌশলী মিজানুল করীম, প্রকৌশলী, সেলিম মিয়া, ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি প্রমুখ।

সর্বশেষ খবর