সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাস-ট্রাক-অটোর সংঘর্ষ মা-ছেলেসহ নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সৈয়দ উদ্দীন (৫৫), আবদুল মোমিন (৪০), পারভীন আক্তার (৩৫) ও পারভীনের তিন মাস বয়সী ছেলে নূর নবী। সৈয়দ উদ্দীনের বাড়ি হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায়। আবদুল মোমিন হবিগঞ্জ সদরের নাসিরপুর গ্রামের সামসু মিয়ার ছেলে। আর পারভীন ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার আলমনগর আল আমিনের স্ত্রী। জানা যায়, বরিবার ভোর সাড়ে ছয়টার দিকে পশ্চিম কুট্টাপাড়ায় ঢাকাগামী যাত্রীবাহী ‘অগ্রদূত’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাছবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত বাসটিকে পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সবগুলো যান। ঘটনাস্থলেই মারা যান দুজন। সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় পারভীন ও তার শিশুসন্তানের। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদরসহ বিভিন্ন হাসপাতালে জায়গায় চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। নোয়াখালীতে স্কুলছাত্র : নোযাখালী প্রতিনিধি জানান, বেগমগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ইফতিয়ার হোসেন আনন্দ (১৪) নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। উপজেলার চৌমুহনী-ফেনী মহাসড়কের দোকানঘর এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। আনন্দ সেনবাগ উপজেলার সাহেব উল্যার ছেলে ও সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

সর্বশেষ খবর