মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

যুবলীগ-ছাত্রলীগের ১৭ জনকে হাজতে পাঠানোর নির্দেশ

লাশ নিয়ে বিক্ষোভ পুলিশ কার্যালয় ভাঙচুর

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশি নির্যাতনে বিশ্বদেব নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে নিহতের পরিবার। গত ২ অক্টোবর এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে গোটা নালিতাবাড়ী। ওই দিনই লাশ নিয়ে মিছিল ও স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপারের (নালিতাবাড়ী সার্কেল) কার্যালয়ে হামলা-ভাঙচুর করা  হয়। হামলার ঘটনার পর দিন নালিতাবাড়ী থানার কেয়ারটেকার তোফাজ্জল হোসেন ২৮ জনের নামোল্লেখসহ দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। ওই মামলায় গতকাল ১৭ জন হাজিরা দিলে বিচারক সবাইকে  জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

যারা হাজিরা দিয়েছেন তারা সবাই যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। এরা হলেন— উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম, বঙ্গবন্ধু যুব পরিষদ আহ্বায়ক ও নাজমুল স্মৃতি কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল, তায়েবুর রহমান রুবেল, আবু ইলিয়াছ সাদ্দাম, বিমান ভট্টাচার্য্য, আমিরুল ইসলাম, সারোয়ার হোসেন, সাব্বির আহমেদ, রানা মিয়া, হযরত আলী, নুরনবী, পবিত্র শীল, চঞ্চল দে, সৈকত হোসেন, রিপন মিয়া, সাদ্দাম হোসেন, মিঠুনসহ ১৭ জন। তবে তিন দিন আগে গ্রেফতার হওয়ার যুবলীগ কর্মী তৌহিদুল ইসলামকে সোমবার আদালত জামিনে মুক্তি দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর