মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর ও পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে পাঁচজনের। নিহতদের মধ্যে তিন শিক্ষার্থী ও এক শিশু রয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— চট্টগ্রাম : বাঁশখালী উপজেলার রঙ্গিয়াঘোনা মনছুরিয়া বাজার এলাকায় গতকাল ট্রাকচাপায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— শাহেদা আকতার (১৪) ও মুর্শিদা বেগম (১৪)। দুজনই স্থানীয় রঙ্গিয়াঘোনা ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। জানা যায়, সকালে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন শাহেদা ও মুর্শিদা। পথে দ্রুত গতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। রাজশাহী : পবা উপজেলার আলীমগঞ্জে দুপুরে ট্রাকের ধাক্কায় মারা গেছেন রাব্বি শেখ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী। রাব্বি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার আজান শেখের ছেলে। তিনি নিউ গভ. ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গাজীপুর : সিটি করপোরেশনের টান কড্ডা এলাকায় গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় সাইকেলআরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিদান (১২) টান কড্ডা এলাকার মুসা মিয়ার ছেলে। পাবনা : পাবনা-নগরবাড়ি মহাসড়কে পিকআপ ভ্যান ও ইঞ্জিলচালিত ভ্যান (করিমনের) সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়। সুজানগর উপজেলার আলাদিপুর নামক স্থানে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবুল কালাম (৩৬)। তিনি সাথিয়া উপজেলার কানু শেখের ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর