বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ কসমেটিকসে রূপসজ্জা, বিউটি পার্লারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে একটি বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ কসমেটিকসে রূপসজ্জার কাজ চালানোর অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় বিউটি পার্লারটির প্রতারণার নানা চিত্র প্রত্যক্ষ করেন। অনেক পণ্যের মেয়াদ শেষ হয়ে গেছে ২০১০ সালেই। কিছু পণ্যের মেয়াদ ২০১২, ২০১৪ ও ২০১৫ সালের দিকে শেষ হয়ে গেছে। এসব মেয়াদোত্তীর্ণ কসমেটিকস দিয়েই গ্রাহকদের রূপসজ্জার কাজে ব্যবহার করে আসছিল ‘লুসি বিউটি পার্লার’ নামের একটি প্রতিষ্ঠান। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন বলেন, অভিযানে দেখা যায় মেয়াদোত্তীর্ণ মেকআপ আইটেম এবং শ্যাম্পু-কসমেটিকস ব্যবহার করা হচ্ছিল লুসি বিউটি পার্লারে। এছাড়া ফ্রিজে পুরনো ও নষ্ট হারবাল প্রোডাক্ট সংরক্ষণের পাশাপাশি মাছ মাংস রাখা হচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব কার্যক্রম চালানোয় এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

সর্বশেষ খবর