বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘ডুয়েট ডে ১৭’ উদ্যাপিত

গাজীপুর প্রতিনিধি

বর্তমান আর সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হলো গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস। শোভাযাত্রা, নাচ, গান, আড্ডায় মেতেছিলেন তারা। বিশ্ববিদ্যালয়টির ১৪তম বর্ষপূর্তিতে ‘ডুয়েট ডে-২০১৭’  উপলক্ষে  গতকাল ছিল এসব আয়োজন। ক্যাম্পাসও সেজেছিল বর্ণিল সাজে। সকালে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ডুয়েট ডে’র উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। এর আগে সূর্যোদয়ের সময় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কেক কাটার পর ‘প্রযুক্তির সর্বত্র ব্যবহার শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার’ স্লোগানকে উপজীব্য করে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ‘ডুয়েট ডে’ থাকলেও তখন বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি থাকায় পরবর্তীতে তা পালনের সিদ্ধান্ত হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর