শিরোনাম
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আড়াইহাজারে নিষেধাজ্ঞা মানছে না জেলেরা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আড়াইহাজার উপজেলার মেঘনা নদীতে ধরা হচ্ছে মা-ইলিশ। এই মাছ বিক্রির জন্য উপজেলার চরাঞ্চলের তিনটি স্পটে বসানো হয়েছে অস্থায়ী হাট। ইলিশ ধরা ও বিক্রি বন্ধে উপজেলা মত্স্য অফিস অভিযান চালালেও কাজে আসছে না। সরেজমিন দেখা যায়, আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা, বিশনন্দী, ফেরিঘাট, টেটিয়া এলাকার মেঘনা নদীতে রাতের আঁধারে জেলেরা নৌকা দিয়ে জাল ফেলছে। তাদের জালে ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ। পরে নৌকাভর্তি ইলিশ পাইকারদের কাছে মুঠোফোনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তারা অস্থায়ী হাটে এসে মাছ নিয়ে যাচ্ছেন। সন্ধ্যার পর বসে এসব হাট। আড়াইহাজার উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহমুদা আক্তার (অতিরিক্ত দায়িত্ব) বলেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। গত ১১ দিনে সাত লাখ মিটার জাল পোড়ানো হয়েছে।

তাছাড়া ৩৭৭ কেজি ইলিশ জব্দ, চারটি মামলা ও ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সর্বশেষ খবর