শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বগুড়ায় মধ্যরাতে শতকোটি টাকার জায়গা দখল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহরের প্রাণকেন্দ্রে রাতের আঁধারে টিনের শিট দিয়ে ঘিরে দখল করে নেওয়া হয়েছে প্রায় শতকোটি টাকা মূল্যের জায়গা। গভীর রাতে টিনের শিট দিয়ে হঠাৎ করে ওই জায়গা দখল করায় সেখানে অবস্থিত রূপালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়, ওষুধের দোকান, দুটি রাজনৈতিক সংগঠনের কার্যালয়, বাটারফ্লাইয়ের শোরুমসহ অর্ধশত ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান অবরুদ্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত ১টা থেকে ৪টা পর্যন্ত দখল প্রক্রিয়া শেষ করে সেখানে ‘মাড়োয়ারি ধর্মশালা কমিটি’র নামে সাইনবোর্ড লাগানো হয়েছে। ‘মাড়োয়ারি ধর্মশালা কমিটি’র পক্ষে বলা হচ্ছে— জায়গাটিতে বহুতলবিশিষ্ট মাড়োয়ারি ধর্মশালা নির্মাণ করা হবে। ব্যবসায়ীরা বলছেন, সরকারি দলের কয়েকজন নেতার মদদে জায়গা দখল করে সেখানে ‘মাড়োয়ারি ধর্মশালা কমিটি’র নামে সাইনবোর্ড টাঙানো হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন, ওই সম্পত্তি সরকারি। সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন জানান, মাড়োয়ারি ধর্মশালা কমিটি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

জায়গা নিয়ে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর