শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

স্লুইসগেট ভেঙে নদী গর্ভে বিলীন, ২০ হাজার মানুষের দুর্ভোগ

আমতলী প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পশ্চিম ঘটখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর নির্মিত ঘটখালী খালের স্লুইসগেটটি জোয়ারের পানির চাপে ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে ওই এলাকার ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। আমতলী কৃষি অফিসার এসএম বদরুল আলম বলেন দ্রুত স্লুইসগেট নির্মাণ করা না হলে লবণাক্ত পানি ঢুকে ওই এলাকার দুই হাজার একর জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে। আমতলী পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী মো. আলমগীর কবির বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন স্লুইসগেট নির্মাণের জন্য প্রকল্প দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর