শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বিদ্যুত্স্পৃষ্টে  তিনজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে বস্ত্র ও তাঁত মেলার একটি শোরুমে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে উত্তম আচার্য্য নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শেরপুর জেলার নকলায় বিদ্যুতের লাইন সংস্কার করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে পিডিবি কর্মী জাহিদ হোসেনের মৃত্যু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ফতুল্লায় ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ইব্রাহিম নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। —প্রতিদিন ডেস্ক

ত্রাণ বিতরণ

রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ দিয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। গতকাল জেলার উখিয়ার বালুখালিতে এই ত্রাণ বিতরণ করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক। এ সময় কেন্দ্রীয় ও জেলা মহিলা লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন। —কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাদের জন্য দুআ

রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে গণজমায়েত ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুশিয়ামোড়া কলেজ মাঠে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) বলেন, মিয়ানমারে যে গণহত্যা চলছে তার চিত্র দেখে, বিশ্বের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।— মুন্সিগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর