রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এক কমিটি দিয়ে যুগ পার পরিবর্তন চায় তৃণমূল

মৌলভীবাজার আওয়ামী লীগ

সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার

এক কমিটি দিয়ে যুগ পার পরিবর্তন চায় তৃণমূল

এক কমিটি দিয়ে যুগ পার করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ। সময় মতো কাউন্সিল না হওয়ায় গুটি কয়েক নেতার হাতে কুক্ষিগত দলের ক্ষমতা। ফলে মৌলভীবাজার আওয়মী লীগের সাংগঠনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ক্ষোভ প্রকাশ করে এ অবস্থার পরবর্তন চেয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। জানা যায়, জেলা সম্মেলনের জন্য গত দুই বছরে কেন্দ্র একাধিকবার তারিখ নির্ধারণ করলেও বিভিন্ন কারণ দেখিয়ে তা পেছানো হয়েছে। সর্বশেষ গত ৮ অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ২৮ অক্টোবর জেলা কাউন্সিল নির্ধারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন— দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন, সংসদ সদস্য ও জেলা সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহিদ, সৈয়দা সায়রা মহসীন এমপি, মো. ফিরোজ, নেছার আহমদ, কামাল হোসেন, ফজলুর রহমানসহ স্থানীয় নেতারা। ২০০৬ সালের জুলাইয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ২১৩ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে উপাধ্যক্ষ আবদুস শহীদ জেলা সভাপতি এবং নেছার আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও ওই কমিটি দিয়ে এক যুগ ধরে পরিচালিত হচ্ছে মৌলভীবাজার আওয়ামী লীগের কার্যক্রম। এরই মধ্যে দুই বার তারিখ ঘোষণা করে সম্মেলন আয়োজন না করায় নাখোশ তৃণমূল। শফি আহমদ সলমানসহ একাধিক তৃণমূল নেতা বলেন, ‘বর্তমান জেলা কমিটি সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। মৌলভীবাজারে রাজনৈতিক কোনো কার্যক্রম নেই বললেই চলে। এর প্রভাব পড়েছে উপজেলাগুলোতেও।’ তাদের দাবি অচিরেই সম্মেলনের মাধ্যমে ত্যাগীদের হাতে নেতৃত্ব দিয়ে দলকে পুনর্গঠন করা হোক। মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন বলেন, ‘প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রয়োজন।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হয়েছে। বিগত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনে আমরা অন্য কমিটির চেয়ে ভালো ফল করেছি।’ দলীয় গঠনতন্ত্রে ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা থাকলেও ১২ বছর ধরে সম্মেলন না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কোনো বিষয় নয়।’

সর্বশেষ খবর