রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শত কোটি টাকার সম্পত্তি থেকে দখলদারদের উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শত কোটি টাকার সম্পত্তি থেকে দখলদারদের উচ্ছেদ

বগুড়া শহরের প্রাণকেন্দ  সাতমাথা রাতের আঁধারে টিনের শিট দিয়ে দখল করে ঘিরে নেওয়া জায়গাটিতে থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলামের নেতৃত্বে ও সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান রুমিসহ পুলিশ সদস্যদের উপস্থিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে অবৈধভাবে দখলদারদের টিনশেড ও সাইবোর্ড সরিয়ে দিয়ে সেখানে সরকারিভাবে সাইনবোর্ড লাগানো হয়। সরকারিভাবে লাগানো সাইবোর্ডে বলা হয়েছে, এই জমির মালিক জেলা প্রশাসক বগুড়া। বাংলাদেশ গেজেট ক তালিকায় অর্পিত সম্পত্তি হিসেবে প্রকাশিত। জমির পরিমান ২২ শতক। এরআগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ওই জায়াগাটি মাড়োয়ারি ধর্মশালার নামে দখল করে স্টিল শিটের প্রাচীর দিয়ে ঘিরে দখল নেওয়ার চেষ্টা করে। স্টিল শিট দিয়ে প্রাচীর দেওয়ার কারণে ওই জায়াগার উপর থাকা রূপালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান অবরুদ্ধ হয়ে পড়েছিল। উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখল থেকে মুক্ত করা হয়। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম জানান, সম্পত্তিটি অর্পিত। অবৈধ দখল উচ্ছেদ করে তা সরকারি হিসাবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। যারা জায়াগাটি দখলের চেষ্টা করেছিল তারা ছিলো অবৈধ। জায়গার পক্ষে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

 

সর্বশেষ খবর