রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়কে প্রাণ গেল শিশুসহ সাতজনের

প্রতিদিন ডেস্ক

ফেনী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বগুড়া ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। গাজীপুরে বাস উল্টে আহত হয়েছেন ১৭ শ্রমিক। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুরে গতকাল পিকআপ ভ্যান দুর্ঘটনায় এর চালক (অজ্ঞাত পরিচয়) নিহত হয়েছেন। অপরদিকে শুক্রবার রাতে দাগনভূঞার সালাম নগরে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন আবুল হাসেম (৬৫) নামে এক ইটভাটামালিক। কিশোরগঞ্জ : করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুরাইয়া আক্তার নামে (৬) এক শিশু নিহত হয়েছে। সুরাইয়া উপজেলার মন সন্তোষ গ্রামের হযরত আলীর মেয়ে। গতকাল সকালে শিশুটি বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এদিকে হোসেনপুরে টমটমচাপায় সিরাজুল ইসলাম (৮০) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। সিরাজুলের বাড়ি হোসেনপুর উপজেলার নান্দানিয়া গ্রামে। চট্টগ্রাম : নগরীতে টেম্পুর ধাক্কায় সঞ্জয় শাহা নামে এক পথচারির মৃত্যু হয়েছে। শনিবার সকালে নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় এ ঘটনা ঘটে। সঞ্জয় বায়েজীদ থানাধীব বার্মা কলোনীর প্রাণ বল্বব শাহার ছেলে। বগুড়া : শাজাহানপুর উপজেলায় গতকাল সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল কাফী (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। দিনাজপুর : দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের নবাবগঞ্জে নাইট কোচের ধাক্কায় খলিলুর রহমান (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। খলিলুর নবাবগঞ্জ উপজেলার তিখুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

শুক্রবার রাত ১১ টার দিকে নবাবগঞ্জের দলারদরগা বাজারে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৭ যাত্রী আহত হয়েছেন। আহতদের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে কারখানায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর