শিরোনাম
রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সিরাজগঞ্জে ছাত্রলীগে সংঘর্ষ, আহত ১৫

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও গোপলগঞ্জে পৃথক ঘটনায় স্থানীয়দের মধ্যে সংঘাতে আহত হয়েছেন ৪৫ জন। প্রতিনিধিদের খবর— সিরাজগঞ্জের রায়গঞ্জে ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে একটি বাড়ি ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর বাজারে গতকাল দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি গোলাম হায়দার শোভন ও পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাশেদ রায়হান জয়ের বিরোধ চলছে। এ নিয়ে শনিবার সকালে রাশেদের লোকজন শোভন পক্ষের সোহাগকে চকনুর বাজারে আটকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে শোভন দলবল নিয়ে হামলা চালালে দুই পক্ষে সংঘর্ষ বাধে। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার চাপুইর গ্রামের দুই গতকাল গোষ্ঠীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় চাইপুর গ্রামের আকবর বাড়ির অটোরিকশাচালক রফিকুল ইসলামের গাড়ি চিনাইর বাজার এলাকায় একই গ্রামের ভূইয়া বাড়ির ইসরাইলকে ধাক্কা দেয়। এর জেরে গতকাল রফিকুল চাপুইর বাজারে গেলে ভূইয়া বাড়ির লোকজন তাকে মারধর করে। খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। গোপালগঞ্জ : কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। উপজেলার জোত্কুরা পশ্চিমপাড়া গ্রামে গতকালের এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। এদের মধ্যে আটজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও তিনজনকে কাশিয়ানী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর