রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কাল থেকে তিন দিনের লালন স্মরণোৎসব শুরু

কুষ্টিয়া প্রতিনিধি

কাল বাউল সম্রাট লালন শাহের ১২৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হচ্ছে তিনদিনের স্মরণোৎসব ও মেলা। ইতোমধ্যে বিশাল এ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে অনুষ্ঠানের আয়োজক লালন একাডেমী।

এরই মধ্যে দূর-দূরান্ত থেকে লালন ভক্তরা এসে একাডেমি ভবনের নিচতলার মেঝেজুড়ে আসন পেতে নিয়েছেন। থাকার জায়গার সমস্যা হবে ভেবে অনেকেই তিন থেকে চারদিন আগেই চলে এসেছেন আখড়া বাড়িতে। এ আয়োজনে যোগ দেওয়ার জন্য বাউলদের কোনো চিঠি দেওয়া হয় না, জানানো হয় না নিমন্ত্রণ। তারপরও এঁরা এক উদাসী টানে দলে দলে ছুটে আসেন এ বাউল তীর্থে। লালন অনুসারী নহিরউদ্দিন শাহ বলেন, লালন ছিলেন সব ধর্মের মানুষের জন্য। লালনের গান শুনলে হৃদয় জেগে ওঠে।

বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক সাধক পুরুষ লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে লালনের অনুসারীরা প্রতি বছর ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এদিনটি পালন করে আসছেন।

সর্বশেষ খবর