রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বিদ্যুত্স্পৃষ্টে মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুরে বিদ্যুত্স্পৃষ্টে রাহাত হোসেন নামের এক ট্রাকহেলপার নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাহাত হোসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার জুলহাস আলীর ছেলে।—চুয়াডাঙ্গা প্রতিনিধি

তালবীজ রোপণ

বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজার তালবীজ রোপণ করেছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। শনিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের দুই পাশে ৫ কি. মি. এলাকাজুড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। —নাটোর প্রতিনিধি

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁর বদলগাছীতে ‘গ্রাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন’র উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার ঢেকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকালের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। সংগঠনের সভাপতি নাসিম আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন সুজিত রায় দেবনাথ, জালাল উদ্দিন, ওয়াসিউর রহমান, সানাউল হাবিব প্রমুখ। পরে ১১ কৃতী ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়।—নওগাঁ প্রতিনিধি

বৃক্ষরোপণ কর্মসূচি

লায়ন্স ক্লাব ৩১৫-এর উদ্যোগে রূপগঞ্জের পার্শ্ববতী ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস মোল্লার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ এর এমপি হাবিবুর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন লায়ন খায়রুল ইসলাম, লায়ন ফজলুল হক, আব্দুল মালেক খান প্রমুখ। কলেজ ক্যাম্পাসে দেড় শতাধিক উদ্ভিদ, ফলজ ও ওষুধী গাছ লাগানো হয়।

—রূপগঞ্জ প্রতিনিধি

আ.লীগ নেতার ওপর হামলা

বাগেরহাটের আইনজীবী ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ নুর মোহম্মদের (৫৬) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু পুনর্বাসন কেন্দে  পাঠানো হয়েছে। —বাগেরহাট প্রতিনিধি

উদ্বুদ্ধকরণ কর্মশালা

নারায়নগঞ্জের রূপগঞ্জে শিক্ষাব্রতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও পরামর্শমূলক কর্মশালা স্থানীয় হাজি এখলাছ উদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা শিক্ষা গবেষণা ও কল্যাণ কেন্দে র আয়োজনে এবং ওই কলেজের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজের বিভাগীয় প্রধান মাছুদা বেগম। প্রধান অতিথি ছিলেন কে.ইউ জোহরা জেসমিন। আলোচনা করেন, অধ্যাপক ড. আয়েশা বেগম। বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর রওশন জাহান, লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া, অধ্যক্ষ মারুফা আক্তার, লায়ন মীর আব্দুল আলীম। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর