মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সাত জেলায় সড়কে প্রাণ গেল ৯ জনের

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়ক দুর্ঘটনা এক স্কুলছাত্রসহ ৯জন নিহত হয়েছেন। এদের মধ্যে দিনাজপুরে তিন এবং লক্ষ্মীপুর, লালমনিরহাট, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, ফরিদপুর ও ঝিনাইদহে মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর— দিনাজপুর : বীরগঞ্জ ও চিরিরবন্দর উপজেলার গতকাল পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মমিনুল ইসলাম (৪৩) নামে এক ভ্যানযাত্রী ও  শাহিনুর ইসলাম নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সন্ধ্যায় এ দুটি দুর্ঘটনা ঘটে। মমিনুল সদর উপজেলার সুন্দরপুর গ্রামের ফয়েজ উদ্দিনের এবং শাহিনুর বাছাড়গ্রামের আবুল কাশেমের ছেলে। অপরদিকে, চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মাহমুদুল নবী ওরফে মারুফ নামে এক কিশোর। মাহমুদুল (১৪) চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের লোকমান হোসেনে ছেলে ও ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। লক্ষ্মীপুর : পৌর শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় হামিদ নামে পথচারী নিহত হয়েছেন। হামিদ সদর উপজেলার আবিরনগর গ্রামের এবাদত উল্লাহর ছেলে। লালমিনরহাট : কালীগঞ্জ উপজেলার বুড়িরবাজার এলাকায় গতকাল মোটরসাইকেলের ধাক্কায় হেলাল উদ্দিন নামের এক বৃদ্ধ মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে অটোচালক আবেদ আলীর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা-খুলনা মহসড়কের ভাঙ্গা পৌরসভার বিশ্বরোড মোড়ে রবিবার রাতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক শাহিন আহমেদ নামে এক যুবক, নওগাঁর পোরশায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একটির চালক কাওসার হোসেন ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রাকচাপায় সামছুল আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সর্বশেষ খবর