মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

১৮ সদস্যের পদত্যাগ

রাঙামাটি ক্রীড়া সংস্থা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ দেওয়ান ও সহসভাপতি সুনীল কান্তির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির ১৮ সদস্য পদত্যাগ করেছেন। শহরের একটি হোটেলে গতকাল সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন সংস্থাটির আহ্বায়ক আবু সাদাৎ মো. সায়েম। তিনি বলেন, রাঙামাটি ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক বরুন দেওয়ান ও সহসভাপতি সুনীল কান্তির অনিয়ম-দুর্নীতির কারণে আমরা ১৮ জন পদত্যাগ করতে বাধ্য হয়েছি। তাদের দুর্নীতির জন্য রাঙামাটির ক্রীড়া সংস্থা এখন ধ্বংসের মুখে। এ সময় ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব জয়জিৎ খীসাসহ সদস্য শফিউল আযম, দেবশ চাকমা, কনৌজ চাকমা, এসএম ফরিদ উদ্দিন, নাসের খান, মো. হান্নান, বেনু দত্ত, দীপংকর খীসা পিকু উপস্থিত ছিলেন। পদত্যাগকারী সদস্যরা অভিযোগ করেন, বরুণ দেওয়ান ও সুনীল কান্তির কাছে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা জিম্মি হয়ে আছে। ক্রিকেট উপ-কমিটিকে পাশ কাটিয়ে উক্ত ব্যক্তিদ্বয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিজেদের প্রতিনিধি হিসাবে অন্তর্ভুক্ত করেছে। তারা আদৌ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত নন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর