মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
বেপরোয়া বখাটেপনা

পঞ্চগড়ে আসামিদের আত্মসমর্পণ

প্রতিদিন ডেস্ক

পঞ্চগড়ের মেধাবী শিক্ষার্থীর আত্মহত্যা মামলার অভিযুক্ত আসামিরা আদালতে আত্মসমর্পণ করেছে। এদিকে বখাটের হামলায় বরিশাল বিএম কলেজছাত্রী আহত হওয়ার প্রতিবাদে গতকাল সহপাঠীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এছাড়া বগুড়ার দুপচাঁচিয়া ও নীলফামারীর সৈয়দপুরে দুই বখাটেকে জেল-জরিমানা করেছেন আদালত। 

পঞ্চগড় : তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী রহিমা আক্তার সোনিয়ার আলোচিত ধর্ষণ ও আত্মহত্যা মামলার আসামিরা গতকাল আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। সোনিয়া গত ১০ অক্টোবর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

বরিশালে মানববন্ধন : বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শান্তা খানমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন সহপাঠী শিক্ষার্থীরা। গত শনিবার শান্তা খানমকে বখাটে আলাল ক্ষুর দিয়ে মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে। দুপচাঁচিয়ায় বখাটের কারাদণ্ড : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সুমন নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বখাটে সুমন দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের খোলাসপাড়ার মহসিনের ছেলে। সৈয়দপুরে জরিমানা : নীলফামারীর সৈয়দপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সোমবার এক বখাটেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত বখাটের নাম আকবর খান (১৮)। বাড়ী সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার পুলিশ লাইন এলাকায়।

সর্বশেষ খবর