বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনা

প্রাণ গেল শিশুসহ সাতজনের

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়া, জয়পুরহাট, নাটোর, বগুড়া ও বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— কুষ্টিয়া : সদর উপজেলার কবুরহাটে বাসচাপায় গতকাল অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন— দুই বছরের শিশু আফরিন ও অটোরিকশার চালক ইরাদ আলী (৪০)। আহতরা হলেন বিপাশা, বিউটি ও টুম্পা। বিপাশা নিহত শিশু আফরিনের মা। তাদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপাড়া গ্রামে। জয়পুরহাট : সদর উপজেলার পুরানাপৈল এলাকায় মালবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার রাতে এ দর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের সোলায়মান আলীর স্ত্রী আছিয়া (৫৬) ও পুরানাপৈল এলাকার আব্দুর রহিমের ছেলে আক্কাস (৫৫)। নাটোর : বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না এলাকায় গতকাল সকালে লরি-কাভার্ড ভ্যান সংঘর্ষে লরির হেলপার আব্দুস সোবাহানের (৩৮) মৃত্যু হয়েছে। বগুড়া সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ক্রাউন সিমেন্ট কোম্পানির কর্মকর্তা শাহ আলম সাজু ও বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রাক থেকে পড়ে মান্নান শেখ (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সর্বশেষ খবর