বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘খুন করে মেঘনায় ফেলে দেন সত্ভাই’

দাউদকান্দি প্রতিনিধি

মেঘনা নদীতে নিখোঁজের ৪০ ঘণ্টা পর মেঘনা নদীর মোহনায় ভেসে উঠে ট্রলার চালক আমির হোসেনের মরদেহ। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে। গত রবিবার রাতে আমির নিখোঁজ হন। নিহতের ছেলের দাবি— তার বাবাকে চাচা দেলোয়ার (নিহতের সত্ভাই) খুন করে মেঘনা নদীতে ফেলে দেন। জানা যায়, রবিবার রাতে  চালিয়াভাঙ্গা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের ট্রলার চালক আমির হোসেন (৪৫) ও তার ছেলে ইব্রাহিম (১৭) রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে তার সত্ভাই দেলোয়ার মোবাইল ফোন করলে ছেলে ইব্রাহিমকে বাড়িতে পৌঁছে দিয়ে বৌদ্যার বাজার যান। গতকাল মেঘনা নদীর মোহনায় লাশ ভেসে উঠে। এদিকে আমিরের সত্ভাই দেলোয়ার গাঢাকা দিয়েছেন। নিহত আমিরের ছেলে ইব্রাহিমের দাবি—‘চাচাই আমার বাবাকে ডেকে নিয়ে হত্যা করেছে। মেঘনা থানার ওসি সামসুদ্দিন আহম্মেদ বলেন, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর