বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘ব্লু হোয়েল’ আসক্ত দুই স্কুলছাত্র শনাক্ত

মাদারীপুর ও লালমনিরহাট প্রতিনিধি

মাদারীপুর ও লালমনিরহাটে ‘ব্লু হোয়েল’ খেলায় আসক্ত দুই কিশোরকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন অষ্টম ও অপরজন নবম শ্রেণির ছাত্র। মাদারীপুরের আসক্ত কিশোর স্বপ্ন মালোকে (১৩) অসুস্থ অবস্থায় সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছে। সে রাজৈর উপজেলার কুটিবাড়ি এলাকার মানিক মালোর ছেলে ও স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। এদিকে লালমনিরহাট পাটগ্রামের ধবলসূতি গ্রামের সফিয়ার রহমানের ছেলে নবম শ্রেণির ছাত্র শাহিনুর গতকাল ক্লাসে অসংলগ্ন আচরণ ও কথাবার্তা বললে সন্দেহ হয় শিক্ষকদের।  তার শরীরে কাটা ক্ষত কেন প্রশ্ন করলে ‘ব্লু হোয়েল’ খেলার কথা স্বীকার করে।

 জিজ্ঞাসাবাদে শাহিনুর জানায়, এক মাস ধরে সে ‘ব্লু হোয়েল’ খেলে আসছে এবং ৪১ ধাপ পার করেছে। বর্তমানে শাহিনুর একা থাকতে, নিজেকে আঘাত দিতে, রাতে উঁচু স্থানে যেতে ভাল লাগার কথা জানিয়েছে। খেলার নির্দেশনানুযায়ী সে ব্লেড দিয়ে শরীর কেটেছে। তার হাত-পায়ের ১৩ স্থানে ক্ষত রয়েছে। শাহিনুরের স্কুলের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম জানান, বিষয়টি তারা ইউএনও এবং অভিভাবকদের জানিয়েছেন। ইউএনও নূর কুতুবুল আলম জানান, ওই ছাত্রকে নজরে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে বলা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দেখা হবে।

সর্বশেষ খবর