বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মডেল টেস্টে অতিরিক্ত টাকা আদায়

টাঙ্গাইল প্রতিনিধি

১ নভেম্বর শুরু হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা। চূড়ান্ত পরীক্ষার আগে গত ১১ অক্টোবর থেকে বাসাইল উপজেলার সব স্কুল-মাদ্রাসায় একযোগে নেওয়া হচ্ছে মডেল টেস্ট। শেষ হবে ২৩ অক্টোবর। সরকারি নিয়মনীতি অমান্য করে এ মডেল টেস্ট নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষক সমিতির বিরুদ্ধে। অভিভাবকরা জানান, মডেল টেস্টের নাম করে মাসিক বেতন ও অতিরিক্ত পরীক্ষা ফি আদায় করছেন শিক্ষকরা। তারা অভিযোগ করেন, এ মডেল টেস্ট পরীক্ষার খাতা দেখার আগেই বোর্ড পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা শিক্ষার্থীদের কোনো কাজেই আসবে না। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান বলেন, ‘মডেল টেস্ট পরীক্ষার জন্য কোনো শিক্ষার্থীকে বাধ্য করা যাবে না।

 

সর্বশেষ খবর